নিজস্ব প্রতিনিধি
অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে ব্যান্ডেল থেকে ৬ বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ, শুধু বসবাসই নয় তারা জাল আধার ও প্যান কার্ড-ও তৈরি করেছিল তারা। শনিবার বিকেলে চুঁচুড়া আদালতে পাঠানো হলে আদালত তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ৬ জন বেশ কিছুদিন আগে বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে এসে ব্যান্ডেলের একটি আবাসনে থাকত তারা। কিন্তু এলাকায় তাদের চলা ফেরা ও আচরণে সন্দেহ হলে স্থানীয় বাসিন্দা এ ব্যাপারে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ গোপনে ওই ৬ জন বাংলাদেশীর উপর নজরদারি চলতে থাকে। এরপর শুক্রবার রাতে ওই আবাসনে ব্যান্ডেল থানার নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করে, তারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে এসেছে। কেউ পেট্রাপোল, কেউ আগরতলা ও আবার কেউ ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে। জানা গেছে ধৃত ৬ জনের কেউ সাত–আট মাস আগে আবার কেউ দুই–তিন মাস আগে বাংলাদেশী দালালদের মাধ্যমে ভারতে প্রবেশ করে। বাংলাদেশী ওই দালালের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল উত্তর ২৪ পরগণার হালিশহরের আকাশ দাসের। এই আকাশ দাসই হলো মূল পাণ্ডা ।
ব্যান্ডেলের গ্রিন পার্ক এলাকায় একটি আবাসনে আকাশ তার নিজের ফ্ল্যাটে ধৃতদের থাকতে দিয়েছিল। এমনকি ধৃতরা খুব কম সময়ে আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ড বানিয়ে ফেলেছিল। এদের মধ্যে কারও কারও আবার ভারতীয় পাসপোর্ট রয়েছে। মোটা অর্থের বিনিময়ে আকাশ দাস অবৈধ উপায়ে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ও পাসপোর্ট বানানোয় সাহায্য করেছে। ওই ছয় বাংলাদেশী ভারতে কেন এসেছে বা তাদের কোন মিশন আছে কিনা গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ওই ছয় ব্যক্তির নামসহ বিবরণ জানতে চাইলে পুলিশ জানায় তদন্তের স্বার্থে এই মূহুর্তে ধৃতদের নাম প্রকাশ করা সম্ভব