নিউজ ডেক্স

দেশে দেশলাইয়ের দাম বাড়ছে। আগামী ১ ডিসেম্বর থেকে প্রতি দেশলাই-র বাক্স ১টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

কংগ্রসে সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং আমলে প্রতিবাক্স ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা করেছিল। সে থেকে দেশলাইয়ের দাম বাড়ানো হয়নি। দীর্ঘ ১৪ বছর পর মোদি সরকার দেশলাইয়ের প্রতিবাক্স ১ টাকা দিয়ে বাড়িয়ে ২টাকা ধার্য্য করছে। ডিসেম্বরের ১ তারিখ থেকে তা কার্যকর হবে।বৃহস্পতিবার অলইন্ডিয়া চেম্বার ফর ম্যাচেসের বৈঠকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

দেশলাই উৎপাদনকারী সংস্থাগুলিক দাবি, ১৪টি কাঁচামালের দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। রেড ফসফরাসের দাম ৪২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৮১০ টাকা। ৫৮ টাকার মোম এখন ৮০ টাকায় কিনতে হচ্ছে। বাক্স তৈরির কাগজের দাম ৩৬ টাকা থেকে হয়েছে ৫৫ টাকা। ভিতরের কাগজের দাম ৩২ টাকা থেকে ৫৮ টাকায় চলে গিয়েছে। ১০ অক্টোবর থেকে স্পিন্টস, পটাশিয়াম ক্লোরেট, সালফারের দামও বেড়েছে।

ন্যাশনাল স্মল ম্যাচবক্স ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ভিএস সেতুরথিনম জানান, এখন ৬০০ দেশলাই বাক্স বিকোচ্ছে ২৭০-৩০০ টাকায়। তা ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন দাম পড়বে ৪৩০-৪৮০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ১২ শতাংশ জিএসটি এবং পরিবহণ খরচ।

তামিলনাড়ুতে ৪ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষভাবে দেশলাই শিল্পের সঙ্গে জড়িত। তার মধ্যে ৯০ শতাংশের বেশি কর্মী মহিলা। ফলে দেশলাই শিল্পকে বাঁচাতে দাম বাড়ানো দরকার বলে মনে করছে উৎপাদনকারীরা। তেমনি বাংলাতেও দেশলাই কারখানা শিল্পর সাথে সম্পৃক্ত সমস্যায় থাকা শ্রমিকরাও এই মুড্যবৃদ্ধির সুফল পাবে।