নিজস্ব প্রতিবেদন
আসানসোলের বারাবনিতে অগ্নিমিত্রার গাড়িতে হামলা! বালিগঞ্জে সাউথ পয়েন্ট বাবুলকে ঢুকতে বাধা কোম্পানির পর কোম্পানি আধাসামরিক বাহিনী দিয়ে উপনির্বাচন করানো হলেও আসানসোল এবং বালিগঞ্জে বিতর্ক এড়ানো গেল না। সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষ, সাংবাদিকদের গাড়ি ভাঙ্গচুর, ভোটকেন্দ্রে এজেন্ট বসতে না দেয়া, রিগিং, জালভোট দেয়া, ভোটারদের ভোটার কার্ড ছিনিয়ে, ভোটদানে বাধাসহ দিনভর বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয় উপনির্বাচন।
আসানসোলে বেশি ঝামেলার খবর পাওয়া গিয়েছে. এদিন সকাল থেকে আসানসোলের বারাবনিতে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে বিজেপি পোলিং এজেন্টদের বুথে বসতে না দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান প্রার্থী অগ্নিমিত্রা পাল। এই নিয়ে সকাল থেকেই বেশ কয়েকবার পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা গেছে বিজেপি লোকসভা প্রার্থী অগ্নিমিত্রা পালকে। অভিযোগ করেন, বুথের মধ্যে রাজ্য পুলিশএর লোক কেন থাকবে? এর পরই বারাবনি ভোট কেন্দ্রে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকেরা। এ সময় সংঘর্ষে জড়ায় দু’দলই। বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা করার কথা জানিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, আমার নিরাপত্তারক্ষীকেও মারধর করা হয়। বারাবনির ১৭৫ নম্বর বুথে বাঁশ নিয়ে হামলা করা হয়। তাকে ধাক্কা দেওয়া হয়। তাঁর নিরাপত্তারক্ষীরা কোনও ক্রমে তার গাড়ি বের করে নিয়ে যান। পিছন থেকে তৃণমূল কর্মী হিসেবে দাবি করা বেশ কয়েকজন ইট ছোঁড়েন। তাদের অভিযোগ অগ্নিমিত্রা পাল গুণ্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভোট কেন্দ্রে।
অন্যদিকে কলকাতার বালিগঞ্জে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কে কেন্দ্রীয় বাহিনী সাউথ পয়েন্ট স্কুলের বুথে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করা হয়। এদিন সকালে বালিগঞ্জের পাঠভবন এবং সাউথ পয়েন্ট স্কুলে উত্তেজনা দেখা দেয়। পাঠভবন স্কুলের ভিতরে কেন কলকাতার পুলিশের কর্মীরা তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। মডার্ন হাইস্কুলেও একই পরিস্থিতি তৈরি হয়। এই উভয় ঘটনাতেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এই সব ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
অন্যদিকে, লাউদোহার কাছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গাড়ি আটকানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। প্রায় দু’ঘণ্টা পর তাকে ছাড়া হয়।
দুপুরের পর বালিগঞ্জের বেশ কয়েকটি জায়গায় ফের গণ্ডগোলের ছবি দেখা গিয়েছে। বেশ কয়েকটি বুথে ছাপ্পাভোটের অভিযোগ তুলেছে বিজেপি। পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী কেয়া ঘোষকে। এক মহিলা ভুয়ো ভোটারকে ধরার দাবি করেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম। ক্যামেরা দেখতেই ছুটে পালান ওই মহিলা। এদিকে লেডি ব্রেবোর্ন কলেজে সায়রার গাড়িতে হামলারও অভিযোগ উঠেছে। উল্লেখ্য, তৃণমূল বিধায়ক সুব্রত মুখার্জির প্রয়াণের ফলে বালিগঞ্জ বিধানসভার আসনটি বিধায়ক শূন্য হয়ে পড়ে এবং আসানসোল লোকসভার প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ফলে এই আসনটিও সাংসদ শূন্য হয়ে পড়ে। ফলে এই দুই কেন্দ্রে ফের উপনির্বাচন হলো।
প্রসঙ্গত: উপ নির্বাচন হলেও এই দুটি কেন্দ্রের নির্বাচনের দিকে তাকিয়ে আছে রাজ্য রাজ্নীতি তথা দেশবাসি। কেননা এই দুই কেন্দ্রে তৃণমূল যাদেরকে প্রার্থী দিয়েছেন তারা দুজনই ইতিপূর্বে বিজেপি-র সাংসদ ও মন্ত্রীত্ব ছেড়ে তৃণমূলে যোগ দেন। তৃণমূলের তরফে ওই দুজনকে মনোয়ন দেয়ার পর থেকেই দলের অনদ্রে প্রতিবাদের ঝড় ওঠে। বাবুলের বিরুদ্ধে বিজেপি থাকাকালিন আসানসোল ও কলকাতায় সংখ্যালঘু বিরোধী অনেক কথা বলে বিতকীরত হন। অপরদিকে আসানচোলে শত্রুঘ্ন প্রসাদ সিনহাকে প্রার্থী করার পর
তাকে বহিরাগত তকমা দিয়ে প্রচার চালায় বিজেপি। ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদের পক্ষে প্রাচারে আসা কেন্দ্রীয় নেতা-নেত্রীদেরকে মমতা বন্দোপাধ্যায়সহ তৃণমূলের তাবড় নেতারা তাদেরকে বহিরাগত বলে প্রচার করেছিল। এখন শত্র্ঘ্ন সিনহাকে বাংলার ভোটে প্রার্থী করায় বিজেপিসহ অন্যান্য বিরোধী দল তাকে বহিরাগত প্রার্থী বলে প্রচার করছে।