গোফরাণ পলাশ ,  বাংলাদেশ থেকে

পায়রা সমুদ্র বন্দরের পায়রা ফেয়ার বয়া থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগর মোহনা থেকে এফ বি মা ত্রিপুরা সুন্দরী ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌ-বাহিনী। বুধবার সন্ধায় আটক ভারতীয় ট্রলারসহ জেলেদের পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। আটক জেলেরা হলেন,ট্রলার মাঝি হরলাল দাস (৫০), বিটিশ দাস (৪৮),পংকজ দাস (২৬), রাজা দাস (২২),স্বপন দাস (৪৮), জগবন্ধু দাস(৬২), আপন দাস (৬০), হৃদয় দাস (২৭), দিপক দাস (৩০), সুনিল দাস (৪৭), জয় হরি দাস (৪৫), সত্য লাল দাস (২৫), রনজিৎ দে (২৪) গোপাল পাল (৩৯)  হরিদাস (৩২),  সমর দাস (৫০)। আটক জেলেদের বাড়ি ভারতের উত্তর ২৪ পরগণা ও নদীয়া জেলার বিভিন্ন থানায়।

নৌ-বাহিনী সদস্যরা জানান,  মঙ্গলবার রাতে মংলা জোনের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ জাহাজ গোমতী  নিয়ে  নৌ-বাহানী সদস্যরা গভীর সমুদ্রে টহল দিচ্ছিলো। এসময় বাংলাদেশের জলসীমানায় ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করে মাছ শিকার  করায় ওই ট্রলারসহ তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে বুধবার সন্ধ্যায় তাদের ট্রলারসহ পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে নিয়ে আসে।

পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. মমিনুর রহমান বলেন আটককৃত ভারতীয় জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ভারতীয় জেলেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে কলাপাড়া থানায়  মামলা  হয়েছে । ধৃত জেলেদেরকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।