স্টাফ রিপোর্টার
কলকাতা : বর্ণাঢ্যময় অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ (বৃহস্পতিবার) বাংলা রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন আয়োজিত পঞ্চম বস্ত্রশিল্পমেলা তথা এক্সপো ২০২২ শুরু হয়েছে। এই বস্ত্র শিল্পমেলার উদ্বোধন করেন কলকাতার মহানাগরিক ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিল্পায়ন দপ্তরের অধ্যক্ষ রাজীব সিনহা, আন্তর্জাতিক কলকাতা বইমেলার সাধারণ সম্পাদক ত্রিদিব চট্রোপাধ্যায়, বাংলাদেশের কলকাতাস্থ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব(বানিজ্য) মহম্মদ শামসুর আরিফ, লাক্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার অশোক টোডি, কেবি আগরোয়াল, সঞ্জয় জৈন, নজরুল ইসলাম, বাংলাভাষা ও জাতিপ্রেমী সংগঠক ড. ইমানুল হক ও স্বাগতিক সংগঠনের সম্পাদক আলমগীর ফকির।
উদ্বোধনী আনুষ্ঠানে মহানাগরিক ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পশ্চিমবাংলার মেটিয়াবুরুজে পৃথিবীর শ্রেষ্ঠ বস্ত্রশিল্পী কারিগরা থাকেন। এখনকার ওস্তাগর মালিকরা মিলে ত্রিশ হাজার কোটি টাকার ব্যবসা করেন। তাদের এই বিরাট আংকের আয় রাজ্য তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। রাজ্য সরকার এইসব দেশ গড়ার মহান কারিগর ও মালিকদের পাশে থাকবে। ফিরহাদ হাকিম বলেন, ‘আপনাদের সকল পর্যয়ে সমস্যা, সম্ভাবনা ও প্রশিক্ষণ ও অন্য যে কোন দরকারে আমি তথা আমদের সরকার আপনাদের পাশে থাকবে।’ফিরহাদ হাকিম ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্পোন্নয়ন দপ্তরের অধ্যক্ষ রাজীব সিনহা, কলকাতা বইমেলার সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব মহম্মদ শামসুর আরিফ, সঞ্জয় জৈন, নজরুল ইসলাম। প্রারম্ভিক বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক আলমগীর ফকির।
বাংলা রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন আয়োজিত পঞ্চম বস্ত্রশিল্পমেলা তথা এক্সপো ২০২২- বিশ্ববাংলা মিলন মেলা প্রাঙ্গনে এই মেলা চলবে ২রা জুলাই পর্যন্ত । মেলার বিভিন্ন স্টলে রয়েছে সমসাময়িক স্টাইল সমৃদ্ধ নানা পছন্দের বিচিত্রসব পোশাকের সমাহার। এবারের মেলায় ২১৫টি বর্ণাঢ্যময় স্টল রয়েছে। ২রা জুলাই পর্যন্ত এই স্টলগুলো খোলা থাকবে।