নিজস্ব প্রতিনিধি
হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি দিল্লির গঙ্গারাম হাসপাতালে কোভিড পরবর্তী সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে আজ (সোমবার) বাড়ি ফিরেছেন তিনি। চিকিৎসকরা তাঁকে বাড়িতে নীবিড় বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। ২৩ জুন তাঁকে জেরার জন্য তলব করেছে ভারতের অর্থনৈতিক তদন্তকারী সংস্থা( ইডি)। ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ।
গত ২ জুন কোভিড ধরা পড়েছিল কংগ্রেস সভানেত্রীর। হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৫ বছরের সোনিয়া গান্ধী। জানা গিয়েছিল, নাক দিয়ে রক্ত পড়ছিল তাঁর। শ্বাসনালীতে সংক্রমণের কারণে সমস্যা হয়েছিল। এদিন তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর টুইটারে লিখলেন জয়রাম রমেশ।
এদিকে রাহুল গান্ধীকে সোমবারও জেরা করছে ইডি। এই নিয়ে চার দিন তাঁকে জেরা করল। গত সপ্তাহে পর পর তিন দিন তাকে প্রায় ৩০ ঘণ্টা জেরা করেছে ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে।